কমেছে পাখির আনাগোনা

সিলেট সুরমা ডেস্ক:::::  চট্টগ্রামের আনোয়ারায় ডিএপি সার কারখানার ট্যাংক ফুটো হয়ে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ায় গাছপালা ও জলাশয়ে ক্ষতিকর প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। গ্যাসে মরেছে মাছ-গরু, কারণ খোলসা করেনি কর্তৃপক্ষ বুধবার কারখানার আশপাশ ঘুরে দেখা গেছে, প্রায় এক বর্গকিলোমিটার এলাকার গাছের পাতা হলদেটে হয়ে গেছে, কুঁকড়ে গেছে। রাঙ্গাদিয়া গ্রামে কমে গেছে পাখির আনাগোনা। দুর্ঘটনাস্থলের কাছে এ কে খান প্রজেক্টের মাছ মরে গেছে। কর্ণফুলী নদীর তীরে সিইউএফএল সংলগ্ন সার কারখানাটিতে সোমবার রাত ১০টার দিকের ওই দুর্ঘটনার পর অ্যামোনিয়া গ্যাস পতেঙ্গা, ইপিজেড ও বন্দরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। অর্ধশতাধিক মানুষকে অসুস্থ হয়ে … Continue reading কমেছে পাখির আনাগোনা